• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মিশন এবার ওয়ানডে জয়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

একসময় ওয়েস্টইন্ডিজ ছিল সারা পৃথিবীর ত্রাস। ওয়েস্টইন্ডিজের বিপক্ষে খেলা মানেই বিরাট হারের শঙ্কা। সেই যুগের পরও ওয়েস্টইন্ডিজ নব্বইয়ের দশক পর্যন্ত ছিল মোটামুটি শক্তিশালী দল। কিন্তু হারতে হারতে এখন ওয়েস্টইন্ডিজ ক্রিকেট মানচিত্রের তলানীর দিকের এক দল। বাংলাদেশের বিপক্ষেও গত কয়েক বছর ধরে নিয়মিতই হারে তারা। এই সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে দুটি ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে তিন দিনে হেরেছে তারা। তার কিছুদিন আগে ওয়েস্টইন্ডিজ সফরে গিয়ে তাদের ওয়ানডে সিরিজ হারিয়ে এসেছে বাংলাদেশ।

এই অবস্থায় আরেকটা জয়ের হাতছানি নিয়ে আজ থেকে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে বাংলাদেশের। আজ দুপুর ১টা থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

কাগজ-কলমের সব হিসাব বলছে, বাংলাদেশ এই সিরিজে পরিষ্কার ফেভারিট। কিন্তু বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার সংবাদ সম্মেলনে নিজেদের ফেভারিট বলতে চাইলেন না। বরং ওয়েস্টইন্ডিজদের পেশীশক্তির কথা মনে করিয়ে দিয়ে বললেন দুই দলই সমান অবস্থায় আছে সিরিজ শুরুর আগে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এই ওয়ানডে সিরিজের মাধ্যমে জয়ের মুখ দেখতে চায়। বাংলাদেশের কাছে এই জয়ের ধারায় থাকার জন্য বড় চ্যালেঞ্জ হলো সঠিক একাদশ নির্বাচন করা। এ ক্ষেত্রে বাংলাদেশ মধুর একটা সমস্যায় আছে। তিন ওপেনার লিটন দাস, ইমরুল কায়েস ও সৌম্য সরকার আছেন ফর্মে। এর সাথে তামিম ইকবাল ফিরেছেন দলে। ফলে অন্তত একজনকে বাইরে বসে থাকতে হচ্ছে। তামিমের সাথে লিটন বা ইমরুল ইনিংস শুরু করবেন। সৌম্য তিন নম্বরে খেলবেন।

বাংলাদেশ অধিনায়ক জানিয়ে দিয়েছেন, তারা তিন পেসার নিয়েই খেলবেন। ফলে লড়াইটা টেস্টের মতো স্পিন নির্ভর হচ্ছে না। অবশ্য সুবিধা হলো সাকিব আল হাসান থাকায় একজন স্পিনার এমনিতেই পেয়ে যাচ্ছে বাংলাদেশ। সাথে মেহেদী হাসান মিরাজ বা নাজমুল হোসেন অপু; যে কোনো একজন স্পিনারকে দেখা যেতে পারে।

এই ম্যাচ দিয়ে খেলায় ফিরছেন তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা। এরই মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। গত বেশ কিছুদিন ওয়ানডে খেলা না থাকায় তিনি ছিলেন না খেলার মধ্যে। সেই জিম্বাবুয়ে সিরিজের পর থেকে খেলার বাইরে থাকা মাশরাফি বলছেন, তিনি শতভাগ ফিট আছেন। অন্যদিকে তামিম ইকবাল এশিয়া কাপে ইনজুরিতে পড়েছিলেন। তারপর সেরে উঠে মাঠে ফেরার সময় আবার ইনজুরিতে পড়েন।

ইনজুরি থেকে কিছুদিন আগেই ফেরা সাকিবও অনেকদিন পর ওয়ানডে খেলবেন। তিনি অবশ্য এরই মধ্যে টেস্ট খেলে ক্রিকেটে ফেরার কাজটা সম্পন্ন করে রেখেছেন। মিরপুরের উইকেট কেমন হবে, এ নিয়ে একটা রহস্যের মধ্যে আছে দুই দলই। তবে খুব বেশি ব্যাটিং সহায়ক হওয়ার কথা নয়। ফলে বাংলাদেশ অধিনায়ক অন্তত মনে করছেন ২৫০-২৬০ রান এখানে লড়াই করার জন্য যথেষ্ট হতে পারে। উইকেটের পাশাপাশি খেলায় প্রভাব ফেলতে পারে এই সময়ের শিশির। সে ক্ষেত্রে পরে বোলিং করা দলের স্পিনারদের জন্য একটা সমস্যা হতে পারে এই শিশির।