• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

বছরের শেষ সিরিজে জিততে চায় বাংলাদেশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশ ক্রিকেট দল আজ রোববার দুপুর ১টায় প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে মিরপুরে মাঠে।
বাংলাদেশ ক্রিকেট দল আজ নামছে মিরপুরে মাঠে। আজ রোববার প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে দুপুর ১.৩০ মিনিটে।

২০১৪ সালের পর থেকে দেশের মাঠে অনুষ্ঠিত ৮টি দ্বিপাক্ষিক সিরিজের টাইগাররা হেরেছে মাত্র একটিতে। জয় এসেছে বাকি ৭টি সিরিজেই। এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দলের সঙ্গে জয়ের সুখ স্মৃতি।
২০১৮ সালের শেষ সিরিজে মাশরাফিরা আজ পাচ্ছে প্রিয় প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে। শেষ দেখায় ক্যারিবীয়দের মাঠেই ২-১ এ জয় পেয়েছিল টাইগাররা।

বছরের শেষ সিরিজটা জয়ের জন্য মুখিয়ে আছে দু’দলই। এমনটাই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়ে গেছেন দুই দলের অধিনায়ক।
ক্রিস গেইল-এভিন লুইস বিহীন ওয়েস্ট ইন্ডিজ দল চলতি বছরে একটি সিরিজেও জয়ের দেখা পায়নি। তার মধ্যে মরার উপর খরার ঘা হয়ে এসেছে নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের ইনজুরিতে ছিটকে পড়া। হোল্ডারের অনুপস্থিতে অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হয়েছে তরুণ ব্যাটসম্যান রোভমেন পাওয়েলের কাঁধে।

অপরদিকে ইনজুরি থেকে সাকিব-তামিমের প্রত্যাবর্তনে বেশ শক্ত অবস্থানেই রয়েছে স্বাগতিকরা। উল্টো তামিমসহ বাকি ৩ ওপেনারের দুর্দান্ত ফর্মে থাকায় মূল একাদশ গড়তে মধুর সমস্যায় পড়তে হচ্ছে টিম ম্যানেজম্যান্টদের।
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ২টি শতক হাঁকিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন ইমরুল কায়েস। দুর্দান্ত ফর্মে রয়েছেন লিটন দাসও। শতক পেয়েছেন এশিয়া কাপের ফাইনালে। অপরদিকে সবশেষ খেলা ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে শতক হাঁকিয়েছেন সৌম্য সরকার। শতক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও।

চার ওপেনারের একজনকে সাইড বেঞ্চে বসতে হচ্ছে তা অনেকটা নিশ্চিত। সেই ক্ষেত্রে সৌম্য সরকারই হতে পারেন দ্বাদশ খেলোয়াড় এমনটায় আভাস পাওয়া গেছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায়।
তবে একাদশ থেকে যেই বাদ পড়ুক প্রথম ম্যাচটা জিতেই সিরিজ শুরু করতে চান মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ ১৬ সদস্যের স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু ও আবু হায়দার রনি।
ওয়েস্ট ইন্ডিজ ১৫ সদস্যের দল:
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রস্টোন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্র্যাভো, সাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়েন অ্যালেন, কেমার রোচ, সুনিল আমব্রিস ও ওসানে থমাস।