• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ম্যাচে ফিরেই মিরপুরে তামিমের দুর্দান্ত ক্যাচ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

গেল সেপ্টেম্বরে এশিয়া কাপে আঙুলের চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষের ওই ম্যাচে ফের মাঠে ফিরেন। এক হাতে ব্যাট করে লিখেছিলেন বীরত্বে গাঁথা এক ইতিহাস। তিন দিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে ২২ গজে ব্যাট হাতে নেমেছিলেন। ১৩টি চার ও চারটি ছক্কার সাহায্যে মাত্র ৭৩ বলে ১০৭ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। রোববার ক্যারিবীয়দের বিপক্ষে শুরু হয়েছে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচেই দলের সঙ্গে নেমেই ধরেছেন এক দুর্দান্ত ক্যাচ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। দলীয় ২৯ রানের মাথায় কাইরন পাওয়েলকে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন ২৭ বলে ১০ রান করা বাম-হাতি এই ব্যাটসম্যান।

আরেক ওপেনার শাই হোপকে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টায় ছিলেন ফাস্ট ডাউনে ব্যাট করতে নামা ড্যারেন ব্রাভো। ২১তম ওভারের চতুর্থ বলে ব্রাভো বড় শট খেলতে চেয়েছিলেন। লং অফে থাকা তামিম ইকবাল দৌড়ে এসে দুর্দান্ত এক ক্যাচ তুলে নেন। এতে ৫১ বলে ১৯ রান করে ফেরেন ব্রাভো।

২৫তম ওভারের তৃতীয় বলে দলীয় ২৮ রানে ফের আঘাত হানেন মাশরাফি। এবার ৫৯ বলে ৪৩ রান করা ওপেনার হোপ পয়েন্টে থাকা ফিল্ডার মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
২৬ ওভার পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮৪ রান। ক্রিজে রয়েছেন ১১ বলে ৩ রান করা মারলন স্যামুয়েলস ও ৮ বলে ৫ রান করা শিমনর হেটমায়ার।