• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

কোহলি-পূজারাকে ফিরিয়েও স্বস্তি পেলো না অস্ট্রেলিয়া

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮  

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বক্সিং ডে টেস্টের প্রথম দিনের পর দ্বিতীয় দিনও নিয়ন্ত্রণ বিরাটদের হাতে। কোহলি-পূজারা জুটিকে সাজঘরে ফেরানোর পর অসি শিবির কিছুটা স্বস্তির আশা করলেও আজিঙ্কে রাহানে ও রোহিত শর্মা জুটি বেঁধে দলকে আরো এগিয়ে নিয়েছে।

ভারতের সংগ্রহ এখন ৫ উইকেটে ৩৮৫ রান।

সকালে ২ উইকেটে ২১৫ রান নিয়ে ব্যাট করতে নামে পূজারা-কোহলি জুটি। পূজারা গতকাল অর্ধশত করে আজ শতক ছাড়িয়ে যান। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৭তম শতক। ৩১৯ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংসটিতে ছিল ১০টি বাউন্ডারি।

আর অধিনায়ক কোহলি গতকালে অর্ধশতটি পূণ করে ৮২ রানে গিয়ে থামেন। ২০৪ বলের এই ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি।

কোহলি-পূজারা জুটি সাজঘরে ফেরার পর রাহানের সাথে জুটি বাধেন রোহিত। ৬২ রানের পর এ জুটির ভাঙন ধরান নাথান লিঁও। প্রথম দিন কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি। দ্বিতীয় দিন ৪০ ওভার পর ঝুলিতে প্রথম উইকেটটি পুরেন তিনি। রাহানেকে ৩৪ রানে সাজঘরে ফেরান।

এখন ক্রিজে আছেন রোহিত আর ঋষভ পান্ত।

এর আগে গতকাল টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৪০ রানে প্রথম উইকেট হারায় ভারত। সাজঘরে ফিরেন ওপেনার হানুমা বিহারি। ৮ রানে তাকে ফেরান প্যাট কামিন্স।

এরপর লম্বা সময় অসি বোলাররা অলস কাটিয়েছেন, কোনো উইকেটের পতন ঘটাতে পারেননি। দলীয় ১২৩ রানে সুযোগ পান সেই কামিন্সই। সেটি লুফে নিয়ে সাজঘরে ফিরিয়ে দেন ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলা মায়াঙ্ক আগারওয়ালকে। তিনি ১৬১ বলে আট বাউন্ডারি ও এক ছক্কায় ৭৬ করেন।

দিন শেষে ৯২ রানের জুটি গড়ে ফিরেন কোহলি-পূজারা।