• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১  

এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও চূড়ান্ত হয়েছে টাইগারদের লঙ্কা সফরের সময়সূচী। দুটি টেস্ট খেলতে ১২ই এপ্রিল দ্বীপ রাষ্ট্রটিতে যাবে বাংলাদেশ। ম্যাচ দুটো হবে ২১ ও ২৯ এপ্রিল। সম্ভাব্য ভেন্যু গল আন্তর্জাতিক স্টেডিয়াম। বিসিবি’র ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন কোয়ারেন্টাইন জটিলতায় লঙ্কা সিরিজে থাকছেন না টাইগারদের স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি।

নানা কারণে সাম্প্রতিক সময়ে টাইগার ক্রিকেটের সবচাইতে আলোচিত শ্রীলঙ্কা সফর। করোনাকালে কোয়ারেন্টাইন ইস্যুতে দুই বোর্ডের আলোচনার পরেও স্থগিত হয়েছিল লঙ্কা সফর। তবে নতুন বছরেই সিরিজটি নিয়ে শোনা গিয়েছিল আশার বাণী। এবার চূড়ান্ত হলো দিনক্ষণ-ও।

১২ এপ্রিল শ্রীলঙ্কা যাওয়ার পর সেখানে দুইধাপে ক্রিকেটারদের হবে কোভিড পরীক্ষা। কোয়ারেন্টাইন পর্ব শেষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচও। গলে দুই টেস্টের পর ৪ মে দেশে ফিরবে টিম টাইগার্স। এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘দু'একটা বিষয় ছাড়া শ্রীলঙ্কা সফরের জন্য আমাদের সবকিছুই চূড়ান্ত৷ কোয়ারেন্টাইনের সময় আমরা চাচ্ছি কলোম্বো থাকতে কারণ ওখানে সুবিধা বেশি। দুটো টেস্ট একই ভেন্যুতে হবে। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা চূড়ান্ত করবে কোথায় কি হবে।’

তবে এই সফরে বাংলাদেশ পাবেন না স্পিনিং বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেক্টোরিকে। সেক্ষেত্রে দেশি কোচেই ভরসা রাখছে ম্যানেজমেন্ট। এ বিষয়ে আকরাম খান বলেন, ‘শ্রীলঙ্কা সফরে আমরা ভেট্টোরিকে পাচ্ছি না। কারণ ওদের দেশের কোয়ারেন্টাইন জটিলতা। যেহেতু নিউজিল্যান্ড থেকে অন্যদেশে যেতে হলে অনেক নিয়মকানুন আছে, তাই আমরা দেশি কোচের ওপরই ভরসা রাখছি। আমদের একজন স্থায়ী স্পিন কোচে নিয়োগ দেয়ার পরিকল্পনা আছে এবং এ নিয়ে আমরা কাজ করছি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ হোম সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেন সোহেল ইসলাম।