• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

এ বছর মাঠে গড়াচ্ছে না বিপিএলের ৮ম আসর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১  

টাইগারদের ব্যস্ত সূচির কারণে বিপিএলের ৮ম আসর মাঠে গড়াচ্ছে না এ বছর। সেক্ষেত্রে আগামী বছরের জানুয়ারিতে ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা বিসিবির। নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। আর চলতি মাসে এনসিএলের পর মে'র মাঝামাঝি ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

করোনায় উল্টে গেছে সব হিসেব নিকেষ। তাণ্ডব কমেছে ঠিকই কিন্তু এখনও রয়ে গেছে রেশ। তবে সব ছাপিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট, ব্যস্ততা ঠাসা সূচিতে বিশ্ব ক্রীড়াঙ্গণ।

চলতি বছরে টাইগারদের ফুরসত নেই একেবারেই। বছরের শেষ ভাগে সিরিজ আছে নিউজিল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষে। তাই তো বাধ্য হয়েই পেছাচ্ছে দেশের ফ্রাঞ্জাইজি ক্রিকেটের বড় আসর বিপিএল। মাঠে গড়াতে পারে আগামী বছরের জানুয়ারিতে। 

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, “বাস্তবতার নিরিখে এ বছর বিপিএল আয়োজন করা সম্ভব নয়৷ কারণ আমাদের ডিসেম্বরে একটা স্লট খালি আছে৷ কিন্তু ওই সময় নিউজিল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষে সিরিজ হওয়ার কথা৷ তাই আগামী বছরের জানুয়ারিতে বিপিএল করার পরিকল্পনা আমাদের”

তবে স্বস্তির খবর ব্যস্ততা বাড়ছে ঘরোয়া ক্রিকেটে। চূড়ান্ত হয়েছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটর সম্ভাব্য সময়সূচিও। এ বিষয়ে  ইসমাইল হায়দার মল্লিক বলেন, 'এ মাসেই জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে৷ মে ডিপিএল করার পরিকল্পনা আছে৷ আমরা চাচ্ছি আগামী ৫ বছরের জন্য একটা ক্যালেন্ডার করতে৷ বাংলাদেশ দলের যেহেতু অনেক ব্যস্ততা তাই বিষয়টি মাথায় রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে।'

আর চলতি মাসের ২২ তারিখ থেকে মাঠে গড়াতে পারে এনসিএল।