• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

নিউজিল্যান্ডে ভালো করতে আউট অব দ্য বক্স খেলতে হবে: তামিম

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ মার্চ ২০২১  

বাংলাদেশ ছাড়ার পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ভার্চুয়াল আলাপে জানালেন নিজের ভাবনাগুলো। শোনালেন কেনই বা এবারের সিরিজটাকে নিয়ে এতোটা স্বপ্নবাজ বাংলাদেশ দল।

তামিম ইকবাল বলেন, 'এবারের সিরিজে আমাদের পেস বোলিং অ্যাটাক আগের যে কোন সময়ের চেয়ে ভালো। এটা আমাদের আগের যে কোন নিউজিল্যান্ড সিরিজ থেকে এগিয়ে রেখেছে। তাই আমরা এবার নতুন একটা কিছুর আশা করছি। ফিয়ারল্যাস ক্রিকেট খেলতে হবে। অ্যাটাকিং খেলতে হবে। নিউজিল্যান্ডে ভালো করতে হলে আউট অব দ্য বক্স এসে খেলতে হবে। আমরা যদি ভালো বোলিং করতে পারি, তাহলে ম্যাচে আমরা এগিয়ে থাকবো।'

পেস বোলারদের ভূয়সী প্রশংসার পর স্বাভাবিকভাবেই অধিনায়কের দিকে ছুটে গেল একটা প্রশ্ন। তাহলে, কেমন হচ্ছে একাদশ ? প্রথাগতভাবে বাংলাদেশে এ প্রশ্নের উত্তর দেয়া না হলেও, এবার দিলেন তামিম। সঙ্গে জানালেন নিজের ইনজুরির আপডেটটাও।  

তামিম ইকবাল, 'নিউজিল্যান্ডে প্রথম ১০-১৫ ওভার খুব কঠিন। নতুন বলটা খেলা এখানে বেশ কঠিন। তাই দলে সুযোগ পেলে সৌম্যকে আমরা ওপরের দিকেই খেলাবো। আমরা ৩ জন পেসার নিয়ে খেলবো নিশ্চিত। একজন অলরাউন্ডার অথবা দুজন স্পিনার। অন্তত ৫ জন বোলার রাখতে চাই। ইনজুরি নিয়ে চিন্তা নেই। অনুশীলন করেছি। আশা করছি প্রথম ওয়ানডে থেকেই খেলবো।'

সাকিবের না থাকা নিয়ে হতাশা আছে টাইগার শিবিরে। কিন্তু, সেটা খোলাসা করলেন না দলের মোস্ট সিনিয়র ক্যাম্পেইনার। বরং, শোনালেন অভাববোধ থেকে নতুন সুযোগ তৈরির অভয়বাণী।

তামিম ইকবাল বলেন, 'সাকিবের না থাকাটা স্বাভাবিক। এরকম অনেকেই অনেক সিরিজে না থাকতে পারে। তাই দলের সবাইকে এ ধরনের ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে, তার জায়গায় কেউ এসেই পূরণ করা অসম্ভব।'

ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরে আসবেন তামিম ইকবাল। ব্যক্তিগত কারণে সংক্ষিপ্ত সংস্করণে না থাকলেও, শুভকামনা জানাতে ভোলেন নি দলকে। 

তামিম বলেন, 'আমি ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজ খেলবো না। এখানে আসার আগেই আমি কোচকে এটা বলে রেখেছিলাম। ওয়ানডে শেষ করে আমি চলে যাবো। তবে, দলের জন্য শুভকামনা জানাচ্ছি।'