• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

শ্রীলঙ্কা দলে করোনার হানা, শঙ্কায় প্রথম ওয়ানডে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ মে ২০২১  

বাংলাদেশ-শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর ১টায়। তবে এই ম্যাচের আগেই দেখা দিয়েছে অনিশ্চয়তা। করোনা হানা দিয়েছে সফরকারী লঙ্কান দলে। 

তিন ম্যাচ ওয়ানডের জন্য বাংলাদেশ সফররত শ্রীলঙ্কা দলের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত। এই দুই ক্রিকেটার হলেন ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো। এ ছাড়া বোলিং কোচ চামিন্দা ভাসও পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।

সফরকারী দলে করোনা হানা দেওয়ায় দু’দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি এখন কিছুটা ঝুঁকিতে।

যদিও দুই দেশের ক্রিকেট বোর্ড থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। 

এর আগে করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। এমন অবস্থায় প্রশ্নের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৈরিকৃত জৈব সুরক্ষা বলয়।