• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ডিআরএস নিয়ে প্রশ্ন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯  

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলোয়াড়দের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। এবারই প্রথম এই প্রতিযোগিতায় ব্যবহৃত হচ্ছে ডিআরএস। তবে এর মাধ্যমে নেয়া বিভিন্ন সিদ্ধান্ত নানা সমালোচনার জন্ম দিয়েছে।

ডিআরএস আছে অথচ আল্ট্রা এজ, স্নিকোমিটার, হটস্পট নেই। ফলে স্লো মোশন ও শব্দ শুনে সিদ্ধান্ত নিতে হচ্ছে আম্পায়ারদের। তাতে ভুরি ভুরি ভুল হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে ডিআরএস।

ব্যাপক সমালোচনায় নড়েচড়ে বসেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তিনদিনের মধ্যেই আল্ট্রা এজ ব্যবহারের চেষ্টা চলছে। বাকি সবও ঠিক করে ফেলা হচ্ছে। ভারতের শীর্ষস্থানীয় ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এসব জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ডিআরএস ভালোভাবে কাজে লাগাতে শিগগির আল্ট্রা এজ ব্যবহার হবে। ইতিমধ্যে ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনা করেছি।

সিলেট সিক্সার্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের আউট নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অসন্তুষ্টি প্রকাশ করেন কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিন।