• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ম্যান সিটি থেকে রিয়াল মাদ্রিদে দিয়াজ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০১৯  

তাকে ধরা হচ্ছিল ম্যান সিটির ভবিষ্যৎ মাঝমাঠের কাণ্ডারি। ফিল ফোডেনের সঙ্গে জুটি বেঁধে সিটির মাঝমাঠ কাঁপাবেন দিয়াজ এমনটাই স্বপ্ন দেখেছিল সিটির সমর্থকরা। কিন্তু তাদের সে আশাকে জলাঞ্জলি দিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিলেন স্প্যানিশ তরুণ ফুটবলার দিয়াজ।

২০১৩ সালে ১৪ বছর বয়সে সিটি একাডেমিতে আসেন দিয়াজ। সেখান থেকে আস্তে আস্তে নিজেকে শাণিত করেন বা পায়ের ধ্রুপদী এই ফুটবলার। ইতোমধ্যে নিজের খেলাশৈলী দিয়ে নজর কাড়তে আকৃষ্ট হয়েছেন বিশ্বের নামীদামী ক্লাবগুলোর। কিন্তু শেষ পর্যন্ত রিয়ালেই যোগ দিলেন তিনি।

সাড়ে ছয় বছরের চুক্তিতে ২২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি। তার চুক্তি দেখেই বোঝা যাচ্ছে তাকে নিয়ে বেশ দীর্ঘ পরিকল্পনা রয়েছে রিয়ালের। বাইআউট ক্লজও রাখা হয়েছে ৭৫০ মিলিয়ন ইউরো! ক্লাবে যোগ দিয়ে সাবেক ক্লাবকে ধন্যবাদ জানাতে ভুলেননি তিনি।

ব্রাহিম দিয়াজ বলেন, ‘আমি সিটির কাছে অনেক বেশি কৃতজ্ঞ, কিন্তু এখন আমি বিশ্বের সেরা ক্লাবে আছি। আর আমি এখানে শুরু করতে চাই। একজন খেলোয়াড় হিসেবে, আমার মূল্যায়ন অন্যরাই করবে। এটা খুব আনন্দের একটি মুহূর্ত। আর আমি আমার দারুণ স্বপ্নটা পূরণ করেছি।’