• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ আগস্ট ২০২১  

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম দুইটিতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ফলে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

শুক্রবার (৬ আগস্ট) সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১২৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য অজিদের প্রয়োজন ১২৮ রান।

নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান করে অস্ট্রেলিয়া। যার ফলে ১০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। একই সঙ্গে অস্ট্রেলিয়াকে পর পর তিন ম্যাচে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা।

অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচ হারিয়ে বাংলাদেশ পাঁচ ম্যাচের সিরিজটা নিজেদের করে নিয়েছে। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রতাপশালী দলটির বিরুদ্ধে এই প্রথম এমন কীর্তি বাংলাদেশের!