• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বিবিএলের ফাইনালের একাদশ সাজাতে ক্রিকেটার চেয়ে টুইটারে বিজ্ঞপ্তি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২  

অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লীগে (বিবিএল) টি-২০ ক্রিকেটের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স।

কিন্তু ফাইনালের জন্য একাদশ সাজানোর ক্রিকেটারই নেই সিডনির। কারণ দলের বেশিরভাগ ক্রিকেটার কোভিড পজিটিভ ও ইনজুরিতে আক্রান্ত। ফাইনালের একাদশ নিয়ে বড় দুঃশ্চিন্তায় সিডনি দল। তাই এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফাইনালের একাদশ সাজানোর জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন সিডনির অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ান।

টুইটারে নিজের ভেরিফাইড পেইজে ক্রিশ্চিয়ান লিখেছেন, ‘মেলবোর্নে বসবাসরত যে কেউ আগামীকাল রাতে ক্রিকেট ম্যাচ খেলতে চান? আমার দল পুরোপুরি ফিট খেলোয়াড় খুঁজে পাচ্ছে না। কোভিড মুক্ত থাকলে মারভেল স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ম্যাচ শেষে ফ্রি বিয়ার, হয়তো বড় একটি কাপে (ট্রফি জিততে পারলে)। টেস্ট ক্রিকেটার নেয়া হবে না।’

শেষে টেস্ট ক্রিকেটার না নেয়ার কথাও জানান ক্রিস্টিয়ান। এটির কারণ হলো, স্টিভ স্মিথকে দলে নেয়ার দু’বার আবেদন করে সিডনি সিক্সার্স। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাতে সম্মতি দেয়নি। তারা জানায়, স্মিথ টেস্ট ক্রিকেটার বিধায় তাকে দেয়া হবে না। এতে ক্ষোভ থেকেই  টুইটারের বার্তায় শেষ লাইনটি লিখেন ক্রিস্টিয়ান।

পরে এক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিস্কার করে সিএ। তারা জানায়, স্থানীয়দের নিয়ে একটি পুল চালু করা হয়েছে। সেই পুলের তালিকা থেকে যেকোনো খেলোয়াড় নিতে পারবেন ফ্র্যাঞ্চাইজিরা। স্মিথকে সেই পুলে রাখা হলে, বিবিএলের ফ্র্যাঞ্চাইজিরা তাকে নিতে পারতেন।

বুধবারের নক আউট পর্বের ম্যাচেও একাদশ সাজাতে বিপদে পড়তে হয়েছিলো সিডনিকে। পরে বাধ্য হয়ে সহকারী কোচ জে লেন্টনকে একাদশে নেয় সিডনি।