• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

অবশেষে রান পেলেন সাব্বির

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯  

টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছিলেন জীবনের সেরা একটি সুযোগ এবারের বিপিএলের আসরটি। কেননা জাতীয় দলে ফিরতে হলে যে নিজেকে প্রমাণ করতে হবে মাঠের পারফরম্যান্সেই। কিন্তু টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচে সে কাজটি করতে পারেননি বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান।

সিলেট সিক্সার্সের হয়ে খেলতে নেমে প্রথম ছয় ম্যাচে তার ইনিংসগুলো ছিলো ৭, ০, ১২, ৬, ২০ ও ১১- সাকুল্যে ৫৬ রান। তবু তাকে টানা খেলিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। অবশেষে সিলেট পর্বে নিজ দলের শেষ ম্যাচে জ্বলে উঠেছে সাব্বিরের ব্যাট।

বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে করেছেন ফিফটি, খেলছেন দুর্দান্ত দাপটের সঙ্গে। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার লিটন দাসের বিদায় উইকেটে আসেন সাব্বির। শুরু থেকেই খেলতে থাকেন উইকেটের চারপাশে ব্যাট ঘুরিয়ে।

মুখোমুখি পঞ্চম বলে মাশরাফি বিন মর্তুজাকে দারুণ এক পুল শটে ইনিংসের প্রথম বাউন্ডারি মারেন সাব্বির। পরের ওভারে স্কুপ শটে বাউন্ডারিতে পাঠান শফিউল ইসলামকে। নিজের ফিফটি পেরুনোর আগে সাব্বিরের ব্যাটে চারের মার এ দুটিই।

এরপর শুধু হাঁকিয়েছেন ছক্কা। ইনিংসের ১২তম ওভারে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম পঞ্চাশ ছোঁয়ার আগে ফরহাদ রেজার ডেলিভারিকে ২ বার, নাহিদুল ইসলাম ও সোহাগ গাজীর ডেলিভারিকে একবার করে হাওয়ায় ভাসিয়ে সীমানা ছাড়া করেন তিনি।

সব মিলিয়ে ২ চার ও ৪ ছক্কার মারে মাত্র ৩৪ বলে নিজের পঞ্চাশ পূরন করেন তিনি। ফিফটি পেরিয়েই থেমে যাননি সাব্বির। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে সিলেটের সংগ্রহ ৩ উইকেটে ১২৯ রান।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের দ্বিতীয় এবং বিপিএলের প্রথম বাংলাদেশি হিসেবে দুইটি সেঞ্চুরি হাঁকানোর আশা বাঁচিয়ে রেখে সাব্বির অপরাজিত রয়েছেন ৪৪ বল থেকজে ৭৪ রান করে। ফিফটির পরে আরও ৩টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন এ হার্ডহিটার ব্যাটসম্যান।