• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মোহামেডানের গোল মিসের মহড়ায় হাসলো ব্রাদার্স

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯  

বিজেএমসির বিপক্ষে জোড়া গোল করে মোহামেডানকে জেতানোর পর নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে বলেছিলেন ‘আমি লিগে সর্বোচ্চ গোলদাতা হতে চাই।’ বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই কিংসলে গোলের পর গোল মিস করে বুঝিয়েছেন সেটা ছিল তার কথার কথা। কিংসলে ও গাম্বিয়ান ল্যান্ডিং গোল মিস করেছেন যেন প্রতিযোগিতা করে। তাদের ভুরি-ভুরি গোল মিসের খেসারত দিতে হয়েছে সাদাকালোদের। এত তরফা খেলেও ব্রাদার্সের কাছে ১-০ গোলে হেরেছে মোাহমেডান।

এমন ম্যাচ হারের পর কোচের কী আর কিছু বলার থাকে? ম্যাচের পর প্রতিক্রিয়া জানতে চাইলে মোহামেডানের কোচ আলী আসগর নাসির শুরুটাও করলেন এভাবে, ‘আমার কী বলার আছে? কী-ইবা করার ছিল?’ কোচের মতে এ ম্যাচে কম হলেও ৭ গোল পাওয়া উচিত ছিল তাদের। শিষ্যদের এমন গোল মিসের মহড়া থেকে পুরোপুরি হতাশ দেশের অন্যতম এ অভিজ্ঞ কোচ।

বিজেএমসির বিপক্ষে জয় দিয়ে শুরুর পর ময়মনসিংহে মোহামেডান বড় ব্যবধানে হেরেছে আরামবাগ ক্রীড়া সংঘের কাছে। আজ ব্রাদার্সের বিপক্ষে ম্যাচের সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের উত্তর গ্যালারির সমথর্করা পুরো ম্যাচেই আশায় ছিলেন, ‘এই বুঝি গোল পাবে তাদের প্রিয় দল।’ পারেনি তারা। মৌমাছির মতো আক্রমণ করেও শেষ হুলটা আর ফোটাতে পারেনি কিংসলে-ল্যান্ডিংরা।

খেলার ধারার বিপরীতে একটি গোল করে এগিয়ে যায় ব্রাদার্স। এগিয়ে যাওয়ার পরই রক্ষণকে দূর্গ বানিয়ে ফেলেন দলের বর্ষিয়ান কোচ ভারতের সৈয়দ নাঈমুদ্দিন। গত মৌসুমে মোহামেডানের ডাগআউটে ছিলেন কিছুদিন। বনিবনা না হওয়ায় চলে যান। এবার পুরনো দলের সঙ্গে লিগের প্রথম সাক্ষাতে হাসি ফুটলো উপমহাদেশের সবচেয়ে অভিজ্ঞ এ কোচের মুখে।

দ্বিতীয় ম্যাচে ব্রাদার্সের গুরুত্বপূর্ণ এ জয় এনে দেন তাদের পানামার জ্যাক ড্যানিয়েলস। ব্রাজিলিয়ান মিডফিল্ডার এভারটনের আড়াআড়ি পাস ধরে প্রায় ২০ গজ দুর থেকে গোল করেন ড্যানিয়েলস। ম্যাচের পর ব্রাদার্সকে জেতানো ফরোয়ার্ড বলেছেন, ‘আমি আগেও এমন গোল করেছি। লিগে আমি ১০ থেকে ১২টি গোল করতে চাই।’

মোহামডানকে হারিয়ে চওড়া হাসি সৈয়দ নাঈমুদ্দিনের মুখে। তবে তিনি এটাকে প্রতিশোধ হিসেবে দেখতে নারাজ, ‘ফুটবলে জয়-পরাজয় থাকবেই। মোহামেডান অনেক বড় দল। আমি দলটিকে সম্মান করি। আমাদের লক্ষ্য ছিল ম্যাচটি জেতার। ছেলেরা পেরেছে। সব কৃতিত্ব খেলোয়াড়দের।’

তিন ম্যাচ শেষ মোহামেডানের সংগ্রহ ৩ পয়েন্ট। লিগ টেবিলে তারা নেমে গেলো নবম স্থানে। অন্য দিকে দুই ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া ব্রাদার্সের অবস্থান ৭ এ।