• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

টেস্টেও সম্ভব ১০০ ছক্কা, এগারো বছর আগে দেখিয়েছিলেন গিলক্রিস্ট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

বর্তমানে মারকাটারি টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে ছক্কা যেন মামার বাড়ির আবদার। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতি আসরেই হয় পাঁচশ-ছয়শ ছক্কা। একজন ক্রিকেটারের ব্যক্তিগত একশ ছক্কা হাঁকাতে প্রয়োজন পড়ে কেবল ১৫ থেকে ২০টি ম্যাচ। কিন্তু অভিজাত টেস্ট ক্রিকেটে একশ ছক্কা? এক যুগ আগেও এটি ছিলো কেবলই কল্পনা।

কিন্তু আজ থেকে ঠিক ১১ বছর আগে ২০০৭ সালের ১৭ নভেম্বর তারিখে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট সেই কল্পনাকেই রূপ দিয়েছিলেন বাস্তবে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠ হোবার্টে লংকান কিংবদন্তি স্পিনার মুত্তিয়াহ মুরালিধরনকে টানা দুই ছক্কা মেরে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন গিলক্রিস্ট।

তার ক্যারিয়ারের শেষ দুই ছক্কাও ছিলো সেটি। এই একশ ছক্কার কৃতিত্ব কতোটা অনন্য তা বোঝাতে একটি তথ্যই যথেষ্ঠ। তা হলো প্রায় দেড়শ বছরের ক্রিকেট ইতিহাসে টেস্ট ক্রিকেটে একশ বা তার চেয়ে বেশি ছক্কা মারা খেলোয়াড় মাত্র দুইজন। গিলক্রিস্টের পরে এই কৃতিত্ব দেখিয়েছেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম।

গিলক্রিস্ট শেষপর্যন্ত ১০০ ছক্কায় থামলেও, ম্যাককালাম হাঁকিয়েছেন ১০৭টি ছক্কা। তবে একশ ছক্কায় পৌঁছতে গিলক্রিস্ট খেলেছেন কেবল ৯৬টি ম্যাচ, ম্যাককালামের প্রয়োজন পড়ে ৯৮টি ম্যাচ। এছাড়া একশ ছক্কা হাঁকাতে যেখানে ম্যাককালাম খেলেছেন ৯৭৫৬ বল, সেখানে মাত্র ৬৫৭৮ বল খেলেই এ রেকর্ড গড়েছেন গিলক্রিস্ট।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারা ক্রিকেটারের তালিকা

১. ব্রেন্ডন ম্যাককালাম - ১০৭ ছক্কা
২. অ্যাডাম গিলক্রিস্ট - ১০০ ছক্কা
৩. ক্রিস গেইল - ৯৮ ছক্কা
৪. জ্যাক ক্যালিস - ৯৭ ছক্কা
৫. ভিরেন্দর শেবাগ - ৯১ ছক্কা