• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সুস্থ বিনোদনের একটি উৎস খেলাধুলা: নৌ-প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ মার্চ ২০১৯  

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ থেকে দূরে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খেলাধুলা সুস্থ বিনোদন ও অনাবিল আনন্দের এক উৎস। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে একতা গড়ে তুলে আমরা দেশকে আরো এগিয়ে নিতে চাই।

শনিবার (২ মার্চ) রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কর্মকর্তা-কর্মচারীদের নির্মল আনন্দ ধারায় ও কর্মপ্রেরণায় উজ্জীবিত করে। পাশাপাশি তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে বলেও উল্লেখ করেন তিনি।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, বিআইডব্লিউটিএ’র সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. শহিদুল ইসলাম, সদস্য (অর্থ) মো. নূরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।