• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

উদ্বোধন হলো ঢাকা প্রিমিয়ার লিগ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ মার্চ ২০১৯  

উদ্বোধন হলো ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও মর্যাদার লড়াই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের ২০১৮-১৯ এর মৌসুম।

হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম এবং অতিরিক্ত পরিচালক মিলটন আহমেদসহ বিসিবি ও ওয়ালটন গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ভিন্ন ভিন্ন তিনটি মাঠে খেলতে নেমেছে আবাহনী লিমিটেড-বিকেএসপি, ব্রাদার্স ইউনিয়ন-লিজেন্ড অব রূপগঞ্জ এবং উত্তরা স্পোর্টিং ক্লাব-শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তিনটি ম্যাচই শুরু হয়েছে সকাল ৯.০০টায়।

 

 

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নেমেছে নবাগত দল বিকেএসপি। টসে জিতে আবাহনীকে ব্যাটে পাঠায় বিকেএসপি। এ সংবাদ লেখা পর্যন্ত আবাহনীর সংগ্রহ ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৫ রান।জহুরুল ইসলাম ৩১* ও মোহাম্মদ সাইফউদ্দিন ১*।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাব ও প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শেখা জামাল। এ সংবাদ লেখা পর্যন্ত উত্তরা স্পোর্টিং ক্লাবের সংগ্রহ ২০ ওভারে কোন উইকেট না হারিয়ে ৯৯ রাং। আনিসুল ইসলাম ইমন ৩৭* এবং তানজিদ হাসান ৬০*।

বিকেএসপির তিন নম্বর মাঠে খেলতে নেমেছে ব্রাদার্স ইউনিয়ন এবং লিজেন্ডস অব রূপগঞ্জ। এ ম্যাচে টসে জিতে আগে বোলিং করছে রূপগঞ্জ। এ সংবাদ লেখা পর্যন্ত ব্রাদার্সের সংগ্রহ ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬২ রান। ইয়াসির আলী ৩* ও হামিদুল ইসলাম ১০*।