• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

অক্ষয়ের পরেই ‘রাম সেতু’র আরো ৪৫ জনের কোভিড পজিটিভ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১  

‘রাম সেতু’ ছবির শুটিং করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অক্ষয় কুমার। এবার সেই তালিকায় যুক্ত হলেন শুটিং সেটের আরো ৪৫ জন কলাকুশলী। 

সোমবার, মুম্বাইয়ের অন্যত্র ছবির শুটিংয়ের কথা ছিল। তার জন্য ইউনিটের বাকি ১০০ জনের কোভিড পরীক্ষা হয়। তাদের মধ্যে ৪৫ জনই পজিটিভ। এরপরেই বন্ধ করে দেয়া হয়েছে ‘রাম সেতু’ ছবির কাজ। 

ক্রমশ সংক্রমণের সংখ্যা বাড়ায় ফের ভাঁজ বলিউডের কপালে। আবারো কি লকডাউনের পথে হাঁটতে হবে? প্রশ্ন উঠেছে টিনসেল টাউনের অন্দরে।

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)-এর সভাপতি বিএন তিওয়ারি বলেন, বিষয়টি সত্যিই দুর্ভাগ্যজনক। অক্ষয় কুমার ছাড়াও এক সঙ্গে এত জনের সংক্রমণ আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। আক্রান্তদের বেশির ভাগই জুনিয়র শিল্পী। অক্ষয় কুমারের টিমেরও কয়েক জন আক্রান্ত। ইতোমধ্যেই সবার প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। আলাদা চিকিৎসা চলছে মুখ্য অভিনেতার।