• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

‘অফিস যেভাবে চলছে, সেভাবেই চলবে’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ মে ২০২১  

সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যেভাবে সীমিত পরিসরে চলছে, সেভাবে চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো নিয়ে প্রজ্ঞাপন জারির পর ফরহাদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।


অফিস-আদালত কীভাবে চলবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, যেভাবে আছে সেটা অব্যাহত থাকবে। আগের সব বিধিনিষেধের ধারাবাহিকতায়, আগে যা ছিল অর্থাৎ ৫ মে যেটা দিয়েছিলাম। সেখানে বাকি যেগুলো আছে জনসমাবেশ, সামাজিক-সাস্কৃতিক সেগুলো বন্ধ থাকবে। সরকারি-আধা সরকারি যেগুলো ছিল সেভাবে থাকবে।

তিনি বলেন, এক সপ্তাহ পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত নেব।

গত ৫ মে এক প্রজ্ঞাপনে ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ বা লকডাউন বাড়ানো হয়। এতে দোকানপাট/শপিংমলসমূহ আগের মতো সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে উল্লেখ করা হয়। সব দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে। অন্যথায় দোকানপাট ও শপিংমল তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়।

সেখানে আরও বলা ছিল, মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে বলেও উল্লেখ ছিল।

গত ৫ মের প্রজ্ঞাপনে আরও বলা হয়, করোনা প্রতিরোধে সিটি করপোরেশন, জেলা সদর, পৌরসভা এলাকাসমূহে বাধ্যতামূলক মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য তথ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সিটি করপোরেশন/পৌরসভা মাইকিংসহ ব্যাপক প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করবে।