• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

অবিশ্বাস্য, একটি গোলাপের মূল্য ১২৬ কোটি টাকা!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ মে ২০২০  

পৃথিবীতে সৃষ্টিকর্তার অপরূপ সব সৃষ্টির মধ্যে ফুল একটি। যার সৌন্দর্য সবাইকে মোহিত করে। ফুলের স্নিগ্ধতা অনায়াসেই সবার মনে প্রশান্তি এনে দেয়। শুধু তাই নয়, মনের মানুষকে ভালোবাসার কথা বলতেও সাহায্য করে ফুল।

তাছাড়া ফুল দিয়ে যে কোনো অনুষ্ঠানে সাজানোও হয়ে থাকে। এতে অনুষ্ঠানের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। নারীরাও ফুল দিয়ে নিজেকে সাজায়। আর বিয়েতে ফুল ছাড়া চিন্তাই করা যায় না। চাহিদা থাকায় ফুল অনেক দেশের অর্থনীতিতেও বেশ ভালো প্রভাব বিস্তার করে। অনেকের সংসারের খরচও চলে এই ফুল বিক্রির টাকায়।

নিশ্চয়ই জানেন, পৃথিবীতে অনেক রকম ফুল রয়েছে। যার অনেকগুলোর নাম জানা আছে, আবার অনেকগুলো রয়েছে নাম না জানা। কিছু কিছু ফুলের মূল্য সাধারণ মানুষের সাধ্যের ভেতরে, আবার এমন কিছু ফুল রয়েছে যা সাধারণ মানুষ চাইলেও কিনতে পারেন না।

পৃথিবীতে সবচেয়ে অমূল্য ফুলের নাম কাদুপুল। যার মূল্য নির্ধারণযোগ্য নয়। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে গোলাপ। না, এটি কোনো সাধারণ গোলাপ নয়। এর নাম হচ্ছে জুলিয়েট রোজ। যার প্রতিটি ফুলের সর্বোচ্চমূল্য প্রায় ১৫.৮ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২৬ কোটি। 

এটি একটি অন্য ধরনের গোলাপ। আকারে বেশ বড় আর ছড়ানো। ব্রিটিশ গোলাপ চাষি ডেভিড অস্টিনের এই ফুল ২০০৬ সালে ব্রিটেনের 'চেলসি ফ্লাওয়ার শো'-তে প্রথম অবমুক্ত হয়। এটি 'সৃষ্টি' করতে তার নাকি ১৫ বছর সময় লেগেছিল। ২০০৬ সালে চেলসি পুষ্প প্রদর্শনীতে প্রথম গোটা বিশ্বের নজর কাড়ে জুলিয়েট রোজ।

এই ফুলের চাষ করা খুব কঠিন। সাধারণভাবে এটি চাষ করা সম্ভব নয়। দুষ্প্রাপ্য বলেই এই ফুলের মূল্য এতো বেশি।