• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি বাঁচাতেই তৈরি পোশাক কারখানা খোলা রাখা প্রয়োজন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ মে ২০২০  

জীবন আর জীবিকা দুই-ই বাঁচাতে হবে, এ জন্য অর্থনীতির চাকাও সচল রাখতে হবে। দেশের ৮৪ শতাংশ রপ্তানি আয়ের  পাশাপাশি নারী শ্রমিকদের  কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে পোশাক কারখানা । ফলে তাদের প্রয়োজনীয় কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক  সংকট তৈরি হবে। 

 
ধরা যাক, কোন এক সময় করোনা নির্মূল হয়ে যাবে তখন এই বেহাল অর্থনীতি থেকে পুনরায় ঘুরে দাড়াতে বিভিন্ন সমস্যার সম্মখীন হতে হবে। একই সঙ্গে বস্ত্র ও পোশাক খাতের কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ স্থবির হয়ে পড়বে। এ খাতের সংযোগ শিল্পও বড় ঝুঁকিতে পড়বে। 

এ ছাড়া বিশ্ববাজারে বাংলাদেশ পোশাক রপ্তানিতে দ্বিতীয়। আর যদি  স্বাস্থ্যবিধি মেনে  পোশাক কারখানা খুলে দেয়া হয় তাহলে দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি পোশাক শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করাসহ সামাজিক স্থিরতা ফিরিয়ে আনা সম্ভব হবে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশের অর্থনীতির স্বার্থে পুরোপুরি বিধি-বিধান মেনে  পোশাক কারখানা খোলা প্রয়োজন। 

 স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে গার্মেন্টস কারখানার সব মালিক একমত হয়েছেন। ধাপে ধাপে তারা দেশের সব কারখানা চালু করবেন। যদিও শুরুতে সীমিত পরিসরে উৎপাদন চালাচ্ছেন। পরবর্তীতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে কারখানাগুলো। এদিকে পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।