• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আগুন দেখেই ৯৯৯-এ ফোন দেন কিরণ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯  

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন বহু। আজ সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত শ্রীলঙ্কান নিরস ডি কে রাজ বাদে বাকিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল দুপুর ১টার কিছু আগে যখন আগুন লাগে তখন এফআর টাওয়ারের বিপরীত পাশের এসএমসি ভবনে ডেস্কে বসে কাজ করছিলেন মাহমুদুল হক কিরণ নামে একজন।

এফআর টাওয়ারে আগুন লেগেছে, বিষয়টি বুঝতে পারা মাত্রই ৯৯৯-এ ফোন দেন তিনি।

সেখান থেকে ভবনের ঠিকানা জানতে চাওয়া হয়। এর ৩০ মিনিট পর ফায়ার সার্ভিস এসে পৌঁছায়।

কিরণ বলেন, অনেকে ঝুলে নিচে নামার চেষ্টা করেন। নিচে নামার সময় হাত ফসকে পড়ে যান কয়েকজন।