• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজ হঠাৎ মানুষের ছায়া উধাও হতে পারে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ জুন ২০২০  

রোদে দাঁড়ালে মানুষের ছায়া দেখা যাবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু শনিবার হটাৎ করেই মানুষের ছাড়া উধাও হতে পারে! অবশ্য শুধু মানুষই নয়, অন্যান্য বস্তু বা প্রাণীরও ছায়া দেখা যাবে না। তবে তা কিছুক্ষণের জন্য।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এটা কোনো বিরল ঘটনা নয়। কোনো একটি নির্দিষ্ট অক্ষাংশের ওপর দিয়ে সূর্য অতিক্রম করার সময়ে একেবারে দুপুরে মধ্য সূর্যরশ্মি উল্লম্বভাবে ওই এলাকায় থাকা সব বস্তুর উপরে পড়ে। ফলে খাঁড়াভাবে পোঁতা কোনো বস্তুর ছায়া কিছুক্ষণের জন্য দেখা যায়নি। এমনকি, ল্যাম্প পোস্ট বা কোনো খুঁটিরও ছায়া দেখা যায়নি।

ভারতের সরকারি সংস্থা পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার সূত্রের খবর, ৪ থেকে ৭ জুনের মধ্যে এক বার এবং ৫ থেকে ৭ জুলাইয়ের মধ্যে এক বার এমন হতে পারে। তবে আজ সকাল ১১ টা ৩৬ মিনিটে কলকাতা ও হাওড়ায় (২২.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ) এই ঘটনা ঘটার সম্ভাবনা বেশি।

কলকাতা ও হাওড়ার বাসিন্দাদের জানানো হয়েছে, আজ সকালের রোদ উঠলে খোলা আকাশের নিচে কয়েকটা বালতি, মগ, টব, বা খাড়া কৌটা অথবা পাইপ দাঁড় করিয়ে রাখতে। ১১ টা ৩৬ মিনিটে দেখা যাবে এসব বস্তুর ছায়া উধাও হয়েছে।