• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আমদানিকৃত করোনার ভ্যাকসিন নিরাপদ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১  

বাংলাদেশে আমদানি করা ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিনকে নিরাপদ বলে ঘোষণা করেছে ঔষধ প্রশাসন অধিদফতর। একই সঙ্গে ভ্যাকসিন নিরাপদ বলে সরকারি এই সংস্থাটি ছাড়পত্রও দিয়েছে।

মঙ্গলবার দুপুরে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, তিনটি লটে আমাদের পাঁচ লাখ ভায়েল এসেছে, সেখানে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন রয়েছে। এই ৫০ লাখ ডোজের লট রিলিজের সার্টিফিকেট আজ আমরা দিয়েছি।

তিনি আরো বলেন, এগুলো এখন ব্যবহার করা যাবে। আরো যে ২০ লাখ ডোজ এসেছে, সেটির নথিপত্র জমা হলে আমরা লট রিলিজের সার্টিফিকেট ইস্যু করে দেব।