• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আর্চারদের ভোগান্তি কমাতে তৈরি হবে বিশ্বমানের স্টেডিয়াম

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০  

টঙ্গীতে যানবাহনের শব্দ আর ধুলাবালিতে আর্চারদের অনুশীলন ব্যাহত হয়। সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে একটি নতুন আর্চারি স্টেডিয়াম পেতে যাচ্ছে রোমান সানারা। গাজীপুরে ও আশুলিয়ায় দুটি জায়গাও দেখেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শিগগির বিশ্বমানের সুযোগ-সুবিধা নিশ্চিত করে স্থান চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ ছাড়া বিশ্বমানের ট্রেনিং পেতে দেশে একটি আধুনিক আর্চারি একাডেমি করার কথাও ভাবছে মন্ত্রণালয়। 

একপাশে মহাসড়ক, আরেক পাশে আর্চারি টুর্নামেন্ট। ধুলাবালি আর যানবাহনের বিকট শব্দে তীরন্দাজদের অখণ্ড মনোযোগে ব্যাঘাত। টঙ্গীর আহসানউল্লাহ স্টেডিয়ামের বাইরে স্তূপাকার বালু আর ইট দেখে বোঝার উপায় নেই পাশেই স্টেডিয়াম।

এই মাঠে খেলেই গত বছর এসএ গেমসে ১৯টি স্বর্ণপদকের ১০টি জেতেন রোমান সানা-ইতি খাতুনরা। কোলাহলপূর্ণ এলাকায় খেলা হওয়ায় হরহামেশাই তাদের পড়তে হয় নানা সমস্যায়। ধরে রাখতে পারেন না পূর্ণ মনোযোগ।

আর্চার রোমান সানা বলেন, খেলার সময় তো সমস্যা হয়। রাতে এখানে ঘুমানোর সময়ও আমাদের দুর্ভোগ পোহাতে হয়। এখন এটি অভ্যাস হয়ে গেছে আমাদের।  

আশিকুজ্জামান অন্বয় অভিযোগ করে বলেন, এই খেলাতে বেশ মনোযোগ দরকার হয়। আশপাশের শব্দদূষণে বেশ সমস্যায় পড়তে হয়। এর ওপর ধুলাবালি তো আছেই।

আর্চারদের আকুতি শুনেছেন প্রধানমন্ত্রী। সম্ভাবনাময় এই খেলার গুরত্ব বুঝে ঢাকার অদূরে একটি স্টেডিয়াম তৈরির নির্দেশও দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়কে। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, আর্চারদের এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। এর জন্য আলাদা জায়গা দেখতে বলেছেন। সে অনুযায়ী জায়গা দেখা হয়েছে কয়েকটি জায়গায়। কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সমৃদ্ধ একাডেমি গড়ে তোলার ব্যাপারে মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।