• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আশুলিয়ায় কুরগাও সড়কটি মরণফাঁদে পরিণত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১  

আশুলিয়ার নবীনগর-কুরগাও সড়কটির নির্মাণ কাজ কিছু সম্পন্ন হওয়ার পর বাকী কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এ অবস্থায় সড়কটি দিয়ে রিক্সা-ভ্যান, প্রাইভেটকার চলাচল অসম্ভব হয়েছে। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে চলাচলে বিপত্তিরমুখে পড়েছে। জনগণের কাছে সড়কটি উন্নয়নের নামে মরণফাঁদে পরিণত হয়েছে।

 পথালিয়া ইউনিয়নের আওতাধীন এই এলাকাটিতে প্রায় এক লক্ষ লোকের বসবাস। ধাপে ধাপে অত্যন্ত ধীরগতিতে সড়কটির নির্মাণ কাজ হচ্ছে। এছাড়া এলাকাবাসীর দৃষ্টিতে কাজ হচ্ছে খুবই নিম্নমানের।

সম্প্রতি ১৪০০ ফিট সড়কের কাজ হয়েছে। তাতে ম্যানহোল করা হয়েছে খুবই নিম্নমানের। সড়কটি খুলে দেওয়ার সাত দিনের মাথায় ১৭টি ম্যানহোলের সবগুলোই ভেঙ্গে গেছে। ইতিমধ্যে দুর্ঘটনা ঘটেছে অনেকগুলো। ফলে ভোগান্তি হচ্ছে পথচারীদের।

এ ব্যাপারে ইউনিয়ন সচিব জানান, ঠিকাদারকে বিষয়টি জানানো হয়েছে। তারা এর মেরামত করার আশ্বাস দিয়েছেন।