• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আশুলিয়ায় গাঁজা সাদৃশ্য গাছের সন্ধান, ক্ষতিয়ে দেখছে পুলিশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১  

সাভারের আশুলিয়ায় গাঁজা সাদৃশ্য সহস্রাধিক গাছ চাষ করার সন্ধান পেয়েছে পুলিশ। তবে গাছগুলো গাঁজার কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে ক্ষতিয়ে দেখছে পুলিশ। শনিবার  সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার খেজুরবাগান মোল্লাহ বাড়ির রোড এলাকায় অবস্থিত সোহেল আহমেদের চার দেয়ালের ভিতরে (বাউন্ডারি) থাকা এই গাছগুলোর সন্ধান পায় পুলিশ।

বাউন্ডারিটির নিরাপত্তার দায়িত্বে থাকা কেয়ারটেকার মো. হাবিবুর রহমান  বলেন, এই বাউন্ডারিটির মালিক সোহেল আহমেদ। গাছগুলো তিন মাস আগে লাগানো হয়েছে। আমি জানি না এগুলো কিসের গাছ। তবে মালিক বলেছে বিদেশি ফুলের গাছ।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ বলেন, এটা আসলে গাঁজা কিনা তা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতেছি। আমরা স্যাম্পল নিয়েছি। ওরা (সোহেল) বলতেছে এই গাছটি দিয়ে ওজিটি ওয়েল তৈরি করে। তবে গাছটি গাঁজা গোত্রেরই। এরা নাকি বাইরে এক্সপোর্ট করার জন্য করছে এটা। তবে কনফার্ম না, যাচাই-বাছাই চলছে।

নেশার উপাদান আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে ফোন করে এবং কৃষি অফিসারের সঙ্গে কথা বলে জানতে পারি এটাতে নেশার উপাদান আছে। তবে নেশার উপাদান কতটুকু আছে তা মাত্রার পরিমান জানা না গেলে বলা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, বাগানের মালিক সোহেল ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।