• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হামলা, আহত ২

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ মার্চ ২০২১  

  সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত দুই জন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মঙ্গলবার  সকাল ৯টায় আশুলিয়ার ভাদাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- শাহিন ও সোহেল। তারা নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র ভর্তি আছেন।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল ও বাইসাইকেলে করে একদল যুবক ইপিজেডের দিকে যায়। পরে মোটরসাইকেলগুলো ফেরার পথে তাদের ওপর রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় হাজী আবু সাদেক ভূঁইয়ার লোকজন। প্রাণে বাঁচতে মোটরসাইকেলগুলো ফেলে দৌড়ে পালায় আরোহীরা। এসময় মেম্বারের লোকজন মোটরসাইকেলগুলো ভেঙে গুড়িয়ে দেয়।

ঘটনাটির চিত্র পাশের একটি বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেখানে দেখা গেছে, একদল মোটরসাইকেল আরোহী যাচ্ছিলো। পথে অতর্কিতভাবে একদল যুবক দেশীয় অস্ত্র দিয়ে তাদের কোপাতে থাকে। পরে মোটরসাইকেল আরোহীরা দৌড়ে পালিয়ে যায়। এসময় ইউপি সদস্য দাঁড়িয়ে থেকে পড়ে থাকা মোটরসাইকেলগুলো ভেঙে দেয়।

এ বিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাজী আবু সাদেক ভূঁইয়া বলেন, আমার ছেলে মনির পুরাতন ইপিজেডের ভেতরে এস্প্রেন্স কারখানায় ঝুটের ব্যবসা করে। এ নিয়ে আমার সঙ্গে দ্বন্দ্ব রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার  বলেন, আমি দীঘদিন ধরে সেই কারখানার ঝুট বিক্রি করে থাকি। কিন্তু আজ আমি কারখানায় মালামাল নামাতে গেলে মেম্বরের লোকজন আমার ছেলেদের ওপর অর্তকিত হামলা করে। আমি বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ করেছি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলগুলো পিকআপভ্যানে তুলে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।