• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

এই বিষয়গুলো মানলেই কমবে খরচ বাড়বে সঞ্চয়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০  

এই করোনাকালে টিকে থাকতে হলে খরচ কমাতেই হবে। বর্তমানে অনেক মানুষই অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় বিপদ বেড়ে যাওয়ার আগেই খরচের হাত কমানো উচিত। তবে কীভাবে খরচ কমাবেন? এই প্রশ্নের উত্তর জানা নেই অনেকের। কয়েকটি বিষয় মানলেই অবশ্য আপনি হাত খরচ কমাতে পারেন। জেনে নিন সেগুলো-

> যতটুকু প্রয়োজন‌ ঠিক ততটুকুই খরচ করুন। আপাতত সমস্যা নেই বলে শৌখিন জিনিস কিনে পয়সার অপচয় করবেন না, কাল কেমন দিন আসছে কেউ বলতে পারে না।

> গত দুই মাসে ঘরোয়া খাবার খাওয়ার যে অভ্যাস গড়ে উঠেছে, তা বজায় রাখুন। তাতে স্বাস্থ্য যেমন ভালো থাকবে, খরচও কমবে। 

> বাড়ি থেকে টিফিন নিয়ে যান। অফিস ক্যান্টিনে খাওয়া নিরাপদ নাও হতে পারে। 

> জামা-কাপড় যতটুকু না কিনলেই নয়, ততটুকুই কিনুন। 

> রূপচর্চার পিছনে বেশি খরচ করার দরকার নেই। পার্লারে সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে ভয়ও আছে, যা থেকে কোভিডের আশঙ্কা আছে।

> বেড়াতে যাওয়ার প্ল্যান আপাতত মুলতবি রাখুন। পাশাপাশি ভবিষ্যতের জন্য কিছু টাকা জমানোর চেষ্টা করুন।

টাকা জমানোর উপায়

> রোজগারের পাঁচ থেকে ১০ শতাংশ অন্তত জমান। শেয়ার মার্কেট এখন খুব নড়বড়ে। কাজেই খুব অভিজ্ঞ না হলে ওই রাস্তায় না যাওয়াই ভালো। 

> বিনিয়োগ করুন স্বাস্থ্য বীমায়। থাকলে টপ-আপ করুন নিয়মিত, যাতে বর্ধিত চিকিৎসা-খরচের সঙ্গে তাল মেলাতে পারেন।

> বেতন পাওয়ার পর বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, স্কুলের মাইনে ইত্যাদি মিটিয়ে দিন প্রথমেই।

> যে টাকা থাকবে তার ১০ শতাংশ সেভিংস অ্যাকাউন্টে জমা রাখুন। বছর শেষে প্রিমিয়াম দিতে বা কোনো দরকারে কাজে লাগবে।

> বাকি টাকা পাঁচ ভাগে ভাগ করুন। প্রতি সপ্তাহে পাঁচ ভাগের এক ভাগ আপনার খরচের বরাদ্দ। বাজেট এমনভাবে করুন, যাতে খরচ কুলিয়ে যায়।

> সপ্তাহ শেষে বাজেটের সঙ্গে খরচের হিসেব মেলান। দেখুন কোথায় কম-বেশি হয়েছে। বেশি খরচ করে ফেললে ভেবে দেখুন‌ সেটা এড়ানো যেত কিনা।

> কম খরচ করলে উদ্বৃত্ত টাকায় একদিন একটু ভাল-মন্দ খান কি কোনও একটা শখ পূরণ করুন।

> এভাবে চললে মাসের শেষে কিছু টাকা বাঁচার কথা। সেই টাকা রেখে দিন আপৎকালীন খরচের জন্য।

বাজেট মেনে চলার টিপস

> সপ্তাহে একদিন বা দুইদিন বাজারে যান। জিনিস কিনুন হিসাব করে, তালিকা মিলিয়ে।

> বিজ্ঞাপন দেখে বা সস্তায় পাচ্ছেন বলে কিছু কিনে ফেলবেন না।

> নিজেকে সামলাতে পারবেন না মনে হলে অনলাইনে শপিং সাইটে ঢোকা বন্ধ করে দিন।

> প্রয়োজনীয় জিনিস কিনুন বছরে একবার কি দু’বার, স্টক ক্লিয়ারেন্স সেল থেকে।

> উপহার দেয়ার মতো জিনিসও এ সময় কিনে রাখতে পারেন।

> ইলেকট্রিক বিল, টেলিফোন বিল ও গ্যাসের বিল যাতে কম থাকে, সে চেষ্টা করুন।

> যে ঘরে থাকবেন না, সে ঘরের আলো, পাখা বন্ধ করে রাখুন। সারাদিন কম্পিউটার অন করে রাখবেন না।

> ওয়াশিং মেশিন চালান সপ্তাহে একদিন কি দু-দিন।

> মোবাইলে যে প্ল্যান নিলে সবচেয়ে খরচ কম হবে, সেই প্ল্যান নিন।

> গ্যাসের বিল কমাতে বেশিরভাগ রান্না করুন প্রেশার কুকারে।

> গ্যাস জ্বালিয়ে সবজি কাটতে বসবেন না। রান্নার সব সরঞ্জাম তৈরি করে তবে গ্যাস জ্বালান।

> ডেবিট, ক্রেডিট কার্ড রাখুন ইমারজেন্সি দরকারের জন্য।

> দরকার না হলে ট্যাক্সি বা ক্যাব চড়বেন না। সকালে-বিকেলে তেমন তাড়া না থাকলে আশপাশের কাজগুলো পায়ে হেঁটে সেরে ফেলুন, সাইকেল থাকলে আরো ভালো।