• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

এবার ফ্লো মিটার না থাকায় কলকাতার হাসপাতালে ৩ রোগীর মৃত্যু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১২ মে ২০২১  

অক্সিজেন থাকার পরও পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাবে পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে তিনজন রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার শহরটির বিদ্যাসাগর হাসপাতালে এই ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের দাবি, তাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার রয়েছে। তবে ফ্লো মিটার না থাকার কারণে সেগুলো ঠিকঠাক ব্যবহার করা যাচ্ছে না।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০টি ফ্লো মিটার কেনার জন্য সম্প্রতি একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু তারা এখনো সেগুলো সরবরাহ করেনি। এই সংকট কাটাতে দ্রুত ফ্লো মিটার আনার চেষ্টা করা হচ্ছে।

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। দিল্লি, মুম্বাই, গুজরাট থেকে প্রায় প্রতিদিনই অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সোমবার রাতে অন্ধ্র প্রদেশের একটি হাসপাতালে ১১ রোগীর মৃত্যু হয়েছে।

সূত্র: দ্য ওয়াল