• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ওয়াই-ফাই স্লো চললে যা করবেন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯  

বাড়িতে ওয়াই-ফাই থাকলেও ইন্টারনেটের স্পিড নিয়ে সন্তুষ্ট নন? স্পিড কম হচ্ছে বলে ইন্টারনেট সেবা দেয়া প্রতিষ্ঠানকে জানিয়েছে বহুবার। তবু পরিবর্তন হয়নি। এমন কি বাধ্য হয়ে অন্য প্রতিষ্ঠান থেকে সেবা নিয়েছেন কিন্তু সেটাও কিছুদিন ভাল সেবা দেয়ার পর সমস্যা করছে। ভাবছেন কী করবেন? আপনার ওয়াই-ফাইয়ের হার্ডওয়্যারে সামান্য কিছু পরিবর্তন করলেই সমাধান হবে আপনার সমস্যার। আসুন, জেনে নিন কীভাবে বাড়াবেন আপনার ইন্টারনেটের স্পিড-

উপায় ১

কখনো আপনার কাছে থাকা রাউটারটিকে অবহেলা করবেন না। বরং সবসময় আপনার ওয়াই-ফাই রাউটারে লেটেস্ট ফার্মওয়ার আপডেট করুন।

উপায় ২

আপনার ডুয়েল ব্যান্ড রাউটারের ফ্রিকোয়েন্সি় ২,৪ জিএইচজেড বদলে ৫ জিএইচজেড-তে বদলে নিন। এর ফলে যখন তখন নেট চলে যাওয়ার সমস্যা যেমন কমবে, তেমনি বাড়বে স্পিডও।

উপায় ৩

সর্বাধিক কভারেজ এবং স্পিডের জন্য ইন্টারনেটের ওয়াই-ফাই নেটওয়ার্ক আপগ্রেড করুন।

উপায় ৪

কখনোই দেয়ালের কাছে রাউটার রাখবেন না। ঘরের কোন জায়গায় সেটি রাখছেন তার উপরে স্পিড কমা-বাড়া করে। তাই সবসময় ঘরের মাঝে সেটিকে রাখতে চেষ্টা করুন। রাউটারটি কখনোই দেয়ালে ঝুলিয়ে বা খোলা জায়গায় রাখবেন না। বড় বাড়ির ক্ষেত্রে অতিরিক্ত ওয়াই-ফাই অ্যান্টেনা লাগালে স্পিড ও কভারেজ আরো ভাল পাওয়া যাবে।