• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

করোনা আক্রান্ত স্ত্রীকে দিয়ে ভয় দেখিয়ে পাওনা টাকা আদায়!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১  

করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রীকে দিয়ে সংক্রমণের ভয় দেখিয়ে ধারের টাকা আদায়ের ঘটনা ঘটেছে ভারতের হুগলি জেলার বৈদ্যবাটিতে। বৈদ্যবাটির মাটিপাড়ার বাসিন্দা গঙ্গারাম সরকার এমন কাণ্ড ঘটিয়েছেন বলে আনন্দবাজারের খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়, ইট ব্যবসায়ী গঙ্গারাম সরকার বৈদ্যবাটিরই নিমাইতীর্থ ঘাট এলাকার ইটভাটা মালিক শেষনাথ সিংহকে কয়েক মাস আগে পাঁচ লাখ টাকা ধার দেন। কিন্ত, সেই টাকা বা তার বদলে ইট কোনোটাই তিনি ফেরত পাননি। পরে ভিন্ন কৌশল অবলম্বন করেন গঙ্গারাম। শেষনাথকে হোয়াটসঅ্যাপে স্ত্রীর করোনা রিপোর্ট পাঠিয়ে টাকা চান তিনি। কিন্তু তাতেও কাজ না হওয়ায় স্ত্রীকে অটোতে চড়িয়ে তিনি হাজির হন শেষনাথের বাড়ি। ঘণ্টা দেড়েক অপেক্ষা করে ১০ হাজার টাকা আদায় করেন গঙ্গারাম।

শেষনাথের দাবি ইটভাটা বন্ধ থাকায় তিনি ঋণ শোধ করতে পারেননি। এ ঘটনায় বৈদ্যবাটির ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।