• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

করোনার প্রভাবে ফুল বিক্রি শূন্যের কোঠায়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২১  

বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে পথে বসার উপক্রম সাভারের ফুল চাষিদের।

 বছরজুড়ে ফুল চাষ প্রায় বন্ধ থাকলেও হ্যাপি নিউ ইয়ারের মতো বিশেষ দিবস ঘিরেও আশানুরূপ চাহিদা না থাকায় উপযুক্ত দাম পাচ্ছেন না তারা। 


করোনায় সৃষ্ট পরিস্থিতির কারণে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে ফুলের চাহিদা। যার প্রভাব দেখা যায় শ্যামপুর, কমলাপুর, ভাগ্নিবাড়ী, সাদুল্লাহপুর, মোস্তাপাড়া, কাকাবোসহ সাভারের বিরুলিয়ার ২৯টি গ্রাম।

 একইসঙ্গে সাভারের অন্যান্য ইউনিয়নের ফুলচাষিরাও পড়েছেন বিপাকে। চালানের পুরোটাই ভেস্তে গেলেও দ্বিতীয় দফায় বিনিয়োগ করে চোখে সর্ষে ফুল দেখছেন চাষিরা। 

ফুল চাষিরা বলেন, আগে বিক্রি ভালো হয়েছে এখন তো চলাই যায় না। এবার করোনার কারণে বিয়ে নেই অনুষ্ঠান নেই। 

এ কারণে বাজার মন্দা। আমাদের কষ্ট হচ্ছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এ সময়ে চাষিদের ফুলের সমারোহ আর পাইকারদের ভিড় দেখা গেলেও সেখানেও করোনা প্রভাব ফেলেছে।

করোনা পরিস্থিতিতে ফুল চাষিদের লোকসানের কথা স্বীকার করে তাদের পাশে আছেন জানিয়ে সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ বলেন, উপজেলা পরিষদের সহযোগিতায় সাড়ে ৩ লাখ টাকার প্রণোদনা হাতে নেওয়া হয়েছে। কৃষকদের মাঝে খুব তাড়াতাড়ি তা বিতরণ করা হবে। 

সাভারের ফুল চাষিদের বাঁচিয়ে রাখতে সরকার সুদৃষ্টি দেবে এমন আশা ফুলচাষীদের।