• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

কিংবদন্তি অলিভার কানের পাশে বসলেন নয়্যার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১  

সর্বকালের অন্যতম সেরা গোলকিপারদের একজন অলিভার কান। এতদিন জার্মান বুন্দেসলিগায় সর্বকালের সর্বোচ্চ ক্লিন শিটের রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন তিনি। তবে বুধবার তার রেকর্ডে ভাগ বসিয়েছেন উত্তরসূরি ম্যানুয়েল নয়্যার। 

অলিভার কান বুন্দেসলিগায় মোট ১৯৬টি ক্লিন শিট করেছেন। গতকাল অগসবার্গের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে তার সমান সংখ্যক ক্লিন শিটের মাইলফলক স্পর্শ করেন নয়্যার। ২০১১ সালে শালকে থেকে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় আসার পর থেকে বায়ার্ন মিউনিখে খেলে যাচ্ছেন তিনি।

ম্যাচে ১৩তম মিনিটে পেনাল্টি কিক থেকে একমাত্র গোলটি করেন রবার্ট লেভানডোভস্কি। ফলে বুন্দেসলিগার চলতি মৌসুমের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো মজবুত করেছে বায়ার্ন। ১৭ ম্যাচে হ্যান্স ফ্লিকের দলের পয়েন্ট ৩৯। চলতি লিগে পোলিশ স্ট্রাইকারের এটি ছিল ২২তম গোল।