• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে ট্রাকচাপায় নিহত ৩, আহত ১

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০  

গাজীপুরে ট্রাকচাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালকসহ তিন আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করেছে বাসন থানা পুলিশ। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে অটোরিকশা চালকের পরিচয় পাওয়া গেলেও অন্যদের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার  বিকালে ভোগড়া বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রিকশাচালক আনিছ (৩৫) গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় বসবাস করতেন। আটক ট্রাকচালক আল আমিন (২৫) টাঙ্গাইলের কালীহাতি উপজেলার দূর্গাপুর এলাকার আব্দুল মন্নাফের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘোড়াশাল কারখানা থেকে সার বোঝাই করে মঙ্গলবার একটি ট্রাক লালমনিরহাট যাচ্ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে ভুলতা-নাওজোর সড়কের (ঢাকা বাইপাস) গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়া বাইপাস মোড় এলাকায় পৌঁছে। এ সময় ভোগড়া বাইপাস মোড়গামী ব্যাটারি চালিত যাত্রীবাহী একটি অটোরিকশা হঠাৎ ডিভাইডারের ফাঁক দিয়ে বিপরীত দিক থেকে উল্টো পথে চলে এলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে চালকসহ অটোরিকশার তিন আরোহী ঘটনাস্থলেই নিহত এবং অপর একজন আহত হয়।

স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় ঘাতক ট্রাকসহ ট্রাকচালককে আটক করা হয়।