• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে দ্বিতীয় পর্যায়ে মুজিববর্ষের ঘর পাচ্ছেন ২০২ ভূমিহীন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ জুন ২০২১  

মুজিববর্ষ উপলক্ষে গাজীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া জমি ও ঘর পাচ্ছেন ২০২ ভূমিহীন। আগামীকাল রবিবার (২০ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। ওইদিন জমির দলিল ও চাবি হস্তান্তর করা হবে।

জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম শুক্রবার নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, দুই শতাংশ জমির উপর দুইটি কক্ষ, বাথরুম ও রান্নাঘর নিয়ে ৩৪০ বর্গফুট আয়তনের ঘরগুলো নির্মাণ করা হয়েছে। প্রতি ৫ পরিবারের জন্য একটি সাবমার্সিবল পাম্প ও বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

জেলা প্রশাসক আরো জানান, প্রথম পর্যায়ে সারা দেশে ৬৯ হাজার এবং দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে জমিসহ এসব ঘর দেওয়া হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে গাজীপুর সদর উপজেলায় ৬৫টি, কালিয়াকৈর উপজেলায় ৯০টি, কাপাসিয়ায় ১২টি শ্রীপুরে ১৫টি এবং কালীগঞ্জ উপজেলায় ২০টি পরিবারকে এসব ঘর প্রদান করা হচ্ছে।