• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে নিরাপদ হেফাজত কেন্দ্রে যুবতীর ঝুলন্ত লাশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১  

গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রে থেকে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুরে মহানগরীর মোগড়খাল এলাকার ওই কেন্দ্রের তৃতীয় তলার ৩০৩ নম্বর রুমের টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি নিরাপদ হেফাজতি ছিলেন। 

নিহত নাজমা আক্তার (২০) ময়মনসিংহের নান্দাইল থানার উত্তর কোনাপাড়া গ্রামের মো. হারেছ আলীর মেয়ে। এর আগে গত বৃহস্পতিবার রাতে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে ভারতীয় নাগরিক রিজ উদ্দিন (১৭) নামে হেফাজতি কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 

গাজীপুর মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহনাজ আক্তার জানান, ঢাকা শাহআলী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় নাজমা সমাজসেবা অধিদপ্তর পরিচালিত গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা এলাকার শিশু উন্নয়ন কেন্দ্রের (বালিকা) ছিলেন। গত ২২ ডিসেম্বর তাকে গাজীপুর মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। তার হেফাজতি সিরিয়াল নম্বর ১২২৯। মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই কেন্দ্রে হেফাজতে থাকা সকল হেফাজতিদের প্রতিদিনের মতো ভবনের নিচে নামানো হলে মাথাব্যথার অজুহাতে নাজমা নামেননি। বেলা সোয়া ১টার দিকে সবাইকে ভবনের ওপরে পাঠালে ৩০৩ নম্বর রুমে টয়লেটের দরজার সাথে ওই নারীর গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ডিউটিরত নারী পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।