• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে ফায়ার সার্ভিসের আধুনিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০  

গাজীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি নতুন আধুনিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি শনিবার  ১১টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এ দুটি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মন্ত্রী প্রথমে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ের পাশে পেয়ারা বাগান এলাকায় এক একর ৩৮ শতাংশ জমির ওপর চার তলাবিশিষ্ট গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৪৮ লাখ ৪২ হাজার ৫৪৩ টাকা। দুপুরে তিনি কাশিমপুরের সারাব এলাকায় ৮০ শতাংশ জমির ওপর অপর একটি ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিদফতরের মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের সদর দফতরের পরিচালক লে. কর্নেল জুলফিকার রহমান, ঢাকার সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন, ফায়ার স্টেশন স্থাপনের প্রকল্প পরিচালক শহীদ আতাহার হোসেন, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল হামিদ মিয়া, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।