• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে সিসা তৈরির অবৈধ চীনা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০  


গাজীপুরে পরিবেশদূষণের দায়ে সিসা তৈরির অবৈধ এক চায়নিজ কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ গতকাল  এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  


গাজীপুর পরিবেশ অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন জানান, সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবৈধভাবে চীনের ব্যবসায়ী ঝংশিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেড নামে একটি কারখানা প্রতিষ্ঠা করেন। এ কারখানার পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্সসহ বৈধ কোনো কাগজপত্র নেই। কারখানায় পুরাতন ব্যাটারি সংগ্রহ করে তা অবৈধভাবে পুড়িয়ে সিসা তৈরি করা হয়। এতে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। খবর পেয়ে বুধবার গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে পরিবেশদূষণবিরোধী ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন।

 গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযানে অংশ নেয়। অভিযানকালে ওই কারখানা কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় আদালত ওই কারখানার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দূষিত ধোঁয়া ও বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় এ দণ্ড দেওয়া হয়।

অভিযানকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় গাজীপুর র‌্যাব-১ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।