• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

গাজীপুরে ৩৩৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০  

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বৃহস্পতিবার দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে। ইতোমধ্যে পূজা উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শেষ মুহূর্তে প্রতিমার গায়ে তুলির আঁচড় দিয়ে প্রতিমা অনিন্দ্যসুন্দর করে তুলছেন কারিগররা। দম ফেলার সময় পাচ্ছেন না তারা।


এ বছর গাজীপুর মহানগরীসহ জেলায় মোট ৩৩৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর মধ্যে গাজীপুর মহানগরীতে ৮৮টি পূজামণ্ডপ রয়েছে।

আগামী শুক্রবার সপ্তমী তিথি থেকে চার দিনব্যাপী মূল পূজানুষ্ঠান শুরু হবে। আগামী ২৬ অক্টোবর সোমবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে চার দিনব্যাপী বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা।

স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলো থেকেও নেয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। করোনা মহামারীর কারণে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সংক্ষিপ্ত করা হলেও সম্প্রীতির মেলবন্ধনের কমতি হবে না বলে আশা করছেন আয়োজকরা।

সরেজমিনে দেখা গেছে, গাজীপুর মহানগরীর কৃপাময়ী কালীমন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমায় শেষ পর্যায়ের রং করায় ব্যস্ত সময় পার করছে কারিগররা।

ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক ও গাজীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী জানান, করোনার কারণে এবার দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সংক্ষিপ্ত করা হচ্ছে। পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তাসহ অন্যান্য বিষয় নিশ্চিত করতে জেলা প্রশাসন, গাজীপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পৃথকভাবে মতবিনিময় সভা করা হয়েছে।

সদর মেট্রো থানার ওসি মো. আলমগীর ভূঞা জানান, দুর্গোৎসব উপলক্ষে শহরের প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ যে কোনো অপতৎপরতা রোধে সার্বক্ষণিক তৎপর থাকবে পুলিশ।