• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

গাজীপুরের আলোচিত যানজট নিরসনে ২ দিনের মধ্যে ১৩ কি.মি. সড়ক সংস্কার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ জুন ২০২১  

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট নিরসনে দুই দিনের মধ্যে ১৩ কিলোমিটার সড়ক সংস্কার হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক।

দুই দিনের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চৌরাস্তা অংশের সমস্ত সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার  দুপুরে বিআরটি প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান সচিব।


 
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেকোন ভাবেই হোক এই জনদূর্ভোগ অতিদ্রুত দূর করতে হবে। সেজন্য নির্দেশ দিয়েছি আগামী দুই দিনের মধ্যে দিন-রাত ২৪ ঘন্টা কাজ করে সমস্ত সংস্কার কাজ শেষ করবে। দুজন ঠিকাদারকে নির্দেশ দিয়েছি, ১০ দিন কাজ করতে ৫০জন করে যদি ৫০০ লোক লাগে, দু’দিনে যেন সে কাজটি করে ফেলে। যদি লোক না পান, আমাকে বলবেন আমি লোক দিবো।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিন) মোহাম্মদ ইলতুৎ মিশ, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) আবব্দুল্লাহ আল মামুন, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম প্রমূখ।

উল্লেখ্য, যানজট নিরশনে গাজীপুরের জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত চলছে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ। গত কয়েকদিনের বৃষ্টি ও বিআরটি’র ধীরগতির নির্মাণকাজের কারণে মহাসড়কের এই অংশে খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। জয়দেবপুর চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত মাত্র ১৩ কিলোমিটার পথ যেতে সময় লাগছে ৫ থেকে ৬ ঘন্টা।