• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রামে পৌঁছাল সিনোফার্মের ৯১ হাজার ডোজ টিকা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ জুন ২০২১  

চট্টগ্রামে তৃতীয় বারের মতো আরও ৯১ হাজার ২০০ ডোজ করোনার (কোভিড-১৯) টিকা এসেছে। এর আগে দু’দফায় চট্টগ্রামে মোট ৭ লাখ ৬২ হাজার টিকা এসেছিল। আগে আসা টিকাগুলো ছিল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি এবং এবারে আসা টিকাগুলো চীনের সিনোফার্মের।

শুক্রবার (১৮ জুন) সকাল ৭টার দিকে একটি ফ্রিজার ভ্যানে করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসব টিকা নিয়ে আসা হয়। এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে সংরক্ষণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও টিকা সংক্রান্ত গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটির সদস্যরা।

বিষয়টি  নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, ‘আজ (শুক্রবার) সকালে চীনের সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ করোনার টিকা চট্টগ্রামে এসেছে। এসব টিকা শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা আগে থেকে প্রথম ডোজের জন্য রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা এ টিকা পাবেন। জেলার সরকারি-বেসরকারি মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীদের টিকা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।’