• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

চিকিৎসার অভাবেই মৃত্যু হলো তাজরীনের আহত শ্রমিকের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০  

আশুলিয়ার তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শারমিন আক্তার নামে অসুস্থ এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে দীর্ঘ আট বছর চিকিৎসার অভাবে তিনি অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছে নিহতের স্বজন ও শ্রমিক নেতারা। তাজরীনের শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে প্রেসক্লাবের সামনে টান ৭০ দিন অনশনেও যোগ দিয়েছিলেন তিনি। অসুস্থ হয়ে শারমিন বাড়ি ফিরে আসেন।

বুধবার  সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর টানপাড়া এলাকায় নিজ নানার বাড়িতে শারমিনের মৃত্যু হয়। নিহতের পরিবার ও স্থানীয় শ্রমিক নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। শারমিন তাজরীন ফ্যাশনের চতুর্থ তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। শারমিনের ১৩ ও ৮ বছরের দুই ছেলে রয়েছে। তার স্বামী আব্দুল করিম দিনমজুর। তিনি আশুলিয়ার ইয়ারপুর টানপাড়া এলাকায় নানা সিরাজুল ইসলামের বাড়িতে থাকতেন।


নিহতের সহকর্মী নাছিমা আক্তার জানান, শারমিন ও তিনি তাজরীনের চার তলায় একই ফ্লোরে কাজ করতেন। ২৪ নভেম্বর আগুন লাগার পরপর ওই ফ্লোর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তখন শারমিন অসুস্থ হয়ে পড়ে। এরপর বেঁচে গেলেও সে অসুস্থ ছিল।