• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

জাতিসংঘে সৌদির নিন্দায় ২৯টি দেশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০  

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে সৌদি আরবের নিন্দায় সোচ্চার হলো বিশ্বের ২৯টি দেশ। দেশটিতে নারী অধিকাররক্ষা কর্মীদের আটক করা এবং সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদির ভূমিকার নিন্দা করেছে তারা।

অন্তত পাঁচজন নারী অধিকাররক্ষা কর্মীকে আটক করে রেখেছে সৌদি আরব। তাদের মধ্যে মেয়েদের গাড়ি চালাতে দেয়ার দাবিতে সোচ্চার লুইজিন আলহ্যাথলোলও রয়েছেন। ২০১৮ সাল পর্যন্ত সৌদিতে মেয়েদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিলো।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ২৯টি দেশ যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, সৌদি আরবের বেশ কিছু কাজে ক্ষুব্ধ তারা। যেমন- যথেচ্ছভাবে মানুষকে আটক করা, তাদের নির্যাতন করা, আটকদের উধাও হয়ে যাওয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা না করা, পরিবারের সঙ্গে দেখা করতে না দেয়া। এই ২৯টি দেশের অধিকাংশই পশ্চিমা দেশ।

ইইউ’র পক্ষ থেকে জেনেভায় জাতিসংঘের কাউন্সিলে জার্মানির দূত উর্গেন স্টেনবার্গ বলেন, খাশোগি মামলায় আরো স্বচ্ছতা আনতে হবে। এছাড়া সৌদি আরবকে অবিলম্বে আটক মহিলা অধিকাররক্ষা কর্মীদের মুক্তি দিতে বলেন তিনি।

সম্প্রতি খাশোগি মামলায় আটজন অভিযুক্তকে শাস্তির রায় দিয়েছেন আদালত। সৌদি সরকার জানিয়েছে, এই হত্যার সঙ্গে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমনের কোনো যোগ নেই। কিন্তু এই ২৯টি দেশের দাবি, সাংবাদিক খাশোগিকে হত্যার বিষয়ে সৌদিকে আরো স্বচ্ছ হতে হবে ও প্রকৃত তথ্য জানাতে হবে।

জানা গেছে, ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের সদস্য ছিলো সৌদি আরব। তারা আবারও এই কাউন্সিলের সদস্য হতে চায়। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সৌদিকে আগে কাউন্সিলের সুপারিশ মানতে হবে। এরপর তারা যেন সদস্য হওয়ার কথা ভাবে।