• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

টঙ্গীতে ছয় দোকানে দুর্ধর্ষ ডাকাতি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ মে ২০২১  

গাজীপুরের টঙ্গীতে ছয়টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দোকানের তালা ভেঙে ভোল্ট ও ক্যাশে থাকা নগদ টাকা ও কয়েক লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ডাকাতদের হামলায় দুজন নিরাপত্তাপ্রহরী আহত হয়েছেন।

রবিবার মধ্যরাতে টঙ্গী স্টেশন রোড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজী বারেক মার্কেটে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- নয়ন (৩২) ও জাফর (৫৫)। তারা হাজী বারেক মার্কেটের নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গুরুতর আহত নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে একদল ডাকাত একটি পিকাপভ্যানে করে এসে হাজী বারেক মার্কেটের সামনে দাঁড়ালে নিরাপত্তাপ্রহরী নয়নের সন্দেহ হয়। এসময় নয়ন সামনে এগিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে তাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ডাকাত দলের সদস্যরা। পরে পর্যায়ক্রমে মার্কেটের ছয়টি দোকানের তালা কেটে মালামাল লুট করে এবং সবগুলো দোকানের ভোল্ট ও ক্যাশ ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় ফিউচার স্টিল দোকানের ভেতরে থাকা অপর নিরাপত্তাপ্রহরী জাফর (৫৫) ডাকাতদের বাধা দিতে গেলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করে। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ আজ বিকালে জানান, ঘটনা শুনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ডাকাতি নয়, দস্যুতার ঘটনা। সিসিটিভির ফুটেজে চারজনের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। পুলিশের একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে। এ ঘটনায় থানায় একটি দস্যুতার মামলা হয়েছে।