• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

টাঙ্গাইলে নতুন করে ২৭ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১  

টাঙ্গাইলে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১ জন। আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৩ জন, নাগরপুরে ১, কালিহাতী ২ ও ঘাটাইলে ১জন নিয়ে মোট ২৭ জন।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৪২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে তিন হাজার৯০০ জন। এ পর্যন্ত জেলা মোট মৃত্যুবরণ করেছে ৬৯ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে টাঙ্গাইল করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে সর্বমোট ২২২ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি হয়। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ১৬০ জন। উন্নত চিকিৎসার জন্য সর্বমোট রেফার্ড করা হয়েছে ৫৪ জনকে। বর্তমানে টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে ১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ২ জন ভর্তি রয়েছে।