• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ডিবি পরিচয়ে নিয়ে গেলো অটোরিকশা, ধরা পড়লো পুলিশের হাতে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১  

গাজীপুরের টঙ্গী এলাকায় ডিবি পরিচয়ে একটি অটোরিকশা নিয়ে বাঁচতে পারলো না তারা। স্থানীয়দের সহযোগিতায় অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের দুই সদস‌্যকে আটক করে পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে টঙ্গী মিলগেট এলাকা থেকে অটোরিকশাসহ তাদের আটক করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের  উপ-কমিশনার (উত্তর) জাকির হাসান এই তথ্য নিশ্চিত করেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকির হাসান জানান, ১৫ এপ্রিল  অটোরিকশার চালক  শামিম রানা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর সেনা কল্যাণ ভবনের কাছে সিএনজি স্টেশনের সামনে যাত্রীর জন্য অপেক্ষায় ছিলেন। এসময়  দুই জন ব্যক্তি ডিবির অফিসার পরিচয় দিয়ে কলেজ গেটের দিকে তাকে যেতে বলে। ওই দুই জনকে  অটোরিকশায়  তুলে ড্রাইভার সামনের দিকে যেতে থাকেন। কিছুদুর যাওয়ার পর  ওই দুজন ও সিএনজিযোগে তাদের সঙ্গে আসা অন‌্য আসামিরাসহ  অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 এ সময় ড্রাইভারের  চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পাশাপাশি টঙ্গী পশ্চিম থানা পুলিশও এগিয়ে আসে। ঘটনাস্থল তকে চুরির কাজে ব্যবহৃত সিএনজি, ছিনতাই হওয়া অটোরিকশাসহ  আসামি  শাহজাহান (৩২) ও কুদ্দুস (৪০) কে আটক করে পুলিশ। 

টঙ্গী পশ্চিম থানা ওসি মো. শাহ আলম জানান, ‘টঙ্গী মিলগেট এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।’