• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঢাকা সিটি নির্বাচন স্থগিত চেয়ে রিটের শুনানি রোববার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিটের শুনানি আগামী রোববার।

বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। 

ভোটার তালিকা হালনাগাদ না করায় ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত চেয়ে ২২ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করা হয়। 

রিট আবেদনে বলা হয়েছে, ২০১০ সালের সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর ক্ষেত্রে ৩০০ ভোটারের স্বাক্ষরের বিধান রয়েছে। কিন্তু দলীয় প্রার্থীর ক্ষেত্রে এ বিধান না থাকাটা বৈষম্যমূলক। এটি সংবিধানের ৭, ১৯, ২৬, ২৭, ২৮ ও ৩১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।