• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

তালাক দেয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ মে ২০২১  

গাজীপুরের কালিয়াকৈরে তালাক দেয়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী আরজিনা আক্তার (৩৫) মারা গেছেন।

শুক্রবার  রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত আরজিনা উপজেলার কলাবাধা এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। অপরদিকে রতন আলী নওগা সদর উপজেলার মুকরামপুর এলাকার মুনসুর আলীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, চারমাস আগে রতনকে ভালোবেসে বিয়ে করেন আরজিনা আক্তার। বিয়ের কিছুদিন পর জানতে পারেন স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে গত বুধবার (২৬ মে) তালাক দিয়ে বিষয়টি মোবাইলে রতন আলীকে জানান। এতে রতন আলী ক্ষিপ্ত হয়ে ফেরার পথে সুফিয়া হাসপাতালের সামনে আরজিনাকে ছুরিকাঘাত করেন। এসময় আশপাশের লোকজন রতনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। 

পরে গুরুতর আহত অবস্থায় আরজিনাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।


কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী বলেন, তালাক দেয়ায় স্ত্রীকে হত্যার উদ্দেশ্যেই ছুরিকাঘাত করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রতন আলী।