• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দলে ফিরেই সহ অধিনায়ক রোহিত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১  

অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে জয়ের মাধ্যমে সিরিজে সমতায় ফিরেছে ভারত। এখন বছরের প্রথম টেস্টে দলটির লক্ষ্য এগিয়ে যাওয়া। আজিংকা রাহানের নেতৃত্বে টিম ইন্ডিয়া এখন সেদিকেই তাকিয়ে। রাহানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা।

সাদা বলের ক্রিকেটে ভারতের সহ অধিনায়ক হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করেন রোহিত। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি নেতৃত্ব দিলে সহ অধিনায়ক হিসেবে কাজ করেন রাহানে। পিতৃত্বকালীন ছুটি নিয়ে কোহলি এখন দেশে। ফলে রাহানেই সিরিজের বাকি ৩ টেস্টে দলকে নেতৃত্ব দেবেন। 

কোহলির অনুপস্থিতিতে বক্সিং ডে টেস্টে যথারীতি অধিনায়ক ছিলেন রাহানে। সহ অধিনায়ক ছিলেন চেতেশ্বর পূজারা। তৃতীয় টেস্টে রোহিত দলে ফেরায় তাকেই সহ অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় চোট পান রোহিত। সেজন্য অস্ট্রেলিয়া সফরের শুরু থেকে থাকতে পারেননি তিনি। শেষ দুটো টেস্ট খেলার জন্য তাকে দলে নেয়া হয়েছে। এখন দেখার পালা রোহিতকে জায়গা করে দিতে গিয়ে ওপেনার মায়াঙ্ক আগরওয়াল নাকি মিডল অর্ডারে হনুমা বিহারী, কাকে বাদ দেয়া হয়।